Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২০২০ সালের মধ্যে ডাবল রেল লাইনের কাজ শেষ হবে: রেলমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ০৬:৫৮ PM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ০৬:৫৮ PM

bdmorning Image Preview


২০২০ সালের অক্টোবরের মধ্যে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যায়ে দেশের ডাবল রেল লাইনের কাজ সম্পন্ন হবে। দেশের প্রতিটি অঞ্চলের রেললাইনের মিটার গেজ এবং ব্রডগেজের কাজ ইতিমধ্যে অনেকাংশে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

শুক্রবার (১ মার্চ) দুপুরে আখাউড়া-লাকশাম ডাবল লাইন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ১৯৬৫ সালে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে দেশের যে ৮টি পয়েন্ট দিয়ে রেলব্যবস্থার যে সম্পর্ক ছিলো তা পুনরায় চালু করা হবে। শুধু তাই নয় ভারতের সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা চালু হলে কসবা থেকে সরাসরি ট্রেনযোগে ভারতের যে কোন জায়গায় যাতে যাওয়া যায় সে ব্যবস্থা আমাদের সরকার করছে। রেলকে আমাদের সরকার আবার পুনর্জীবিত করতে চায়।’

তিনি বলেন, যে দেশ যত বেশী উন্নত, সে দেশের রেল ব্যবস্থাও তেমন উন্নত। আমরা বর্তমানে উন্নত দেশের স্বপ্ন দেখছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সেদিকে নিয়ে যাচ্ছেন।

তিনি উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির অংশগ্রহণ না করার বিষয়ে বলেন, বিএনপি এখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তারা শুধু ক্ষমতায় যেতে চায়। দেশের উন্নয়ন এবং জনগণ নিয়ে ভাবে না। তিনি এলাকার সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। এ সময় মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন রেলওয়ে মহাপরিচালক মো. রফিকুল আলম ও রেলবিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

কসবায় রেলমন্ত্রীকে স্বাগত জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. হায়াত-উদ-দৌলা খান, কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহবায়ক এমজি হাক্কানী, কসবা পৌরমেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।

Bootstrap Image Preview