Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাহেদুলের বাগান গাড়ি চলছে রাজধানীতে

সুলতান মাহমুদ আরিফ, তিতুমীর প্রতিনিধি
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ০৪:৪৮ PM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ০৪:৪৮ PM

bdmorning Image Preview


বাংলাদেশের রাজধানী ঢাকা। আর এই রাজধানীতে প্রতিনিয়ত দেখা মিলছে হরেক রকম চোখ জুড়ানো কার্যক্রম। কেউবা নিজ উপার্জনে নানা পদ্ধতিতে ব্যবসা করে আর কেউবা শুধু মানুষের দৃষ্টি নন্দনে ব্যবহার করে ভিবিন্ন অভিনব পদ্ধতি।

তেমনি একজন ব্যক্তি জাহেদুল ইসলাম। জুমার নামাজের পূর্বেই দেখা মিললো ফার্মগেট এলাকাতে। মানুষ ঘিরে আছে পুরো (সিএনজি) অটোরিকশা।

জাহেদুল ইসলাম বলেন, আমি আরো মোট ৭০-৮০ হাজার টাকার ভিতরে সজ্জিত করার চিন্তা করছি অত্র সিএনজি।

তিনি আরও বলেন, সিএনজি চালিয়ে কারো কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিবো না। স্বাভাবিকভাবেই অন্যান্য সিএনজিওয়ালাদের মতই ভাড়া কাটবো যাত্রীদের কাছ থেকে।

তিনি আরও বলেন, আমি পুরো ঢাকা শহর জুড়েই আমার সিএনজি চালাবো। ব্যতিক্রমী কিছু করার ইচ্ছা থেকেই পরিচালিত করার ইচ্ছা পোষণ করছেন জাহেদুল ইসলাম।

Bootstrap Image Preview