Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে জাতীয় ভোটার দিবস পালিত

জোবায়ের রানা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ০৩:০১ PM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ০৩:০১ PM

bdmorning Image Preview


'ভোটার হব, ভোট দিব' এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার নন্দীগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১ মার্চ) দিবসটি উপলক্ষ্যে  সকাল ১০টায় উপজেলা নির্বাচণ অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ইউএনও শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা মৎস্য অফিসার দিপক কুমার হলদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শফিউল আলম, উপজেলা নির্বাচণ অফিসার আশরাফ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অবু তাহের ও ব্যবসায়ী একেএম ফজলুল হক কাশেম প্রমূখ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview