Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাইলট ও ক্রুদের জিজ্ঞাসাবাদ করা হবে:আইজিপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ১২:০৫ PM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ১২:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চট্টগ্রামে উড়োজাহাজ ছিনতাইচেষ্টার ঘটনায় বিমানটির পাইলট, ক্রু ও প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নগরের দামপাড়ায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।

আইজিপি আরও বলেন, বিমান ছিনতাইচেষ্টার ঘটনায় দায়ের করা মামলাটি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করছে। মামলার সকল আলামত সংগ্রহ করা হয়েছে। আদালতের নির্দেশক্রমে আলামতগুলো সিআইডির ফরেনসিক বিভাগে পাঠিয়ে পরীক্ষা করা হবে। এখনো সে ভাবে বলার মতো কোন অগ্রগতি নেই। বিমানের পাইলট, ক্রু ও প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসঙ্গত, বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় সোমবার রাতে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview