Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৪ মাদক ব্যবসায়ী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ১১:৩১ AM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ১১:৩১ AM

bdmorning Image Preview
প্রতিকী ছবি


কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশ ও বিজিবির সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ চার মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার ভোরে সাবরাং ইউপির পুরাতন মগপাড়া কাঁকড়া প্রজেক্ট এলাকা ও হ্নীলার নয়াপাড়ায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল হতে লক্ষাধিক ইয়াবা, তিনটি এলজি ও ছয় রাউন্ড তাজা কার্তুজ ও ডজনাধিক খালি খোসা উদ্ধার করা হয়েছে।

বিজিবি ও পুলিশের দাবি, নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। তবে তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নজির আহমেদ (৩৮) ও গিয়াস উদ্দিন (৩৫)। তবে বাকি দুইজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘টেকনাফের হোয়াইক্যংয়ের নয়াপাড়ার বটতলী এলাকায় অভিযান যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ইয়াবা ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে নজির ও গিয়াসের লাশ উদ্ধার করা হয়।’

অন্যদিকে, টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আছাদুদ জামান চৌধুরী বলেন, ‘উপজেলার সাবরাংয়ের মন্ডলপাড়া এলাকায় অভিযানে গেলে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়।’

Bootstrap Image Preview