Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৮ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৯ PM

bdmorning Image Preview


দেশে বর্তমানে দুই লাখ ৬৬ হাজার ১১৮ জন ঋণখেলাপি আছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংসদ অধিবেশনে সরকারি দলের ওয়ারেসাত হোসেন বেলালের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ঋণখেলাপিদের মধ্যে শীর্ষ ২০ ঋণখেলাপির নাম পরিচয়সহ তালিকা সংসদে দেয়া হয়েছে।

তালিকাভুক্ত শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠান হলো-কোয়ান্টাম পাওয়ার সিস্টেম, সামানাজ সুপার ওয়েল, বিআর শিপিং মিলস, সুপ্রভ শিপিং, রিমেক্স ফুটওয়্যার, রাইজিং স্টিল, কম্পিউটার সোর্স, বেনটেক্স ইন্ডাস্ট্রিজ, ম্যাক্স শিপিং মিলস, এস এ ওয়েল রিফাইনারি, রুবাইয়া ভেজিটেবল ওয়েল ইন্ডাস্ট্রিজ, আনোয়ারা শিপিং মিলস, ক্রিসেন্ট লেদার প্রোডাক্ট, সুপ্রোভ রোটর শিপিং, ইয়াসির এন্টারপ্রাইজ, চৌধুরী নীট ওয়্যার, সিদ্দিক ট্রেডার্স, রূপালি কম্পোজিট লেদার ওয়্যার, আলফা কম্পোজিট টাওয়ালস ও এম এম ভেজিটেবল প্রডাক্ট লিমিটেড।

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির পরিচয়সহ তালিকা সংসদে তুলে ধরলেও হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় উক্ত তালিকায় অন্তর্ভুক্তির যোগ্য কিছুসংখ্যক ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়নি।

Bootstrap Image Preview