Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুরির মোবাইলে সেলফি তুলে বেড়াচ্ছেন চোর, আক্ষেপে ফেটে পড়ছেন মালিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১৭ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চুরির ফোন  শুধু ব্যবহারই করছেন না, ফোনে নানা রকমের স্টাইলে সেলফি তুলে বেড়াচ্ছেন চোর। আর এটা দেখে আক্ষেপে ফেটে পড়ছেন ফোনের মালিক ফেরদৌসি বেগম ও তার পরিবারের সদস্যরা। একইসঙ্গে ফোনে খোলা রাখা ই-মেইল অ্যাকাউন্টি নিয়েও চিন্তিত হয়ে পড়েছেন তারা। কারণ সেই ই-মেইলের মাধ্যমে যেকোনো ধরনের সমস্যায় পড়তে পারেন ফেরদৌসি বেগম।

সপ্তাহ তিনেক আগে রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ঘরের জানালার গ্রিল দিয়ে তার মোবাইলটি চুরি করে নিয়ে যায় চোর। আর সেই মোবাইলেই নিজের শত শত সেলফি ও ছবি তুলে দিব্যি আনন্দে ঘুরে বেড়াচ্ছেন চোর মহাশয়।

মোবাইল ফোনটি চুরির ঘটনার বর্ণনা দিয়ে ফেরদৌসি বেগম বলেন, ‘জানুয়ারি মাসের শেষের দিকে ভিভো ওয়াই অয়ান নাইন মডেলের ফোন কিনেছিলাম। অবদা রোডে আমাদের নিজেদের বাসা। এই বাসার দ্বিতীয় তলায় আমরা থাকি। গত ৭ ফেবুয়ারী রাত ৩টা থেকে ভোর সাড়ে ৫টার মধ্যে জানালা দিয়ে চোরে আমার মোবাইলটি চুরি করে নিয়ে যায়। আমার মোবাইলটি যেখানে রাখা ছিল আসলে সেখান থেকে শুধু মাত্র খালি হাতে সেটা জানালা দিয়ে নেওয়া সম্ভব নয়। চোরে হয়তো কিছু একটা ব্যবহার করে আমার মোবাইলটি নিয়ে গেছে।

ফেরদৌসি বেগম বলেন, ‘ গত ৯ ফেব্রুয়ারি আমার ই-মেইলে আমি অপরিচিত এক ব্যক্তির অনেকগুলো ছবি দেখতে পাই। তখন আমি বুঝতে পারি যে, আমার মোবাইলে গুগল ড্রাইভে তো মোবাইলের ক্যামেরায় তোলা সব ছবি অটো সেভ হয়ে যায়। তার মানে চোরে আমার মোবাইলটিতে অন্য সিম তুলে নানা রকমের ছবি তুলছে। অর্থাৎ আমার মোবাইলটি চোর ব্যবহার করছে।’

ফেরদৌসি বেগম আরও বলেন, 'তখন আমি সাহস পাই যে, যেহেতু চোরের কিছু ছবি পাওয়া গেছে। তাই এখন পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ জানাতে পারি। এরপর আমি হাতিরঝিল থানায় গিয়ে মোবাইল হারানো সংক্রান্তে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করি। জিডি নাম্বার ৪০২'।

ফেরদৌসি বেগমের চুরি হওয়া সেই ফোন থেকে যেসব ছবি গুগল ড্রাইভের মাধ্যমে এসেছে ওই সব ছবি থেকে দেখা যায়, আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবক গোল গলা টি-শার্ট পড়ে একাধিক স্থানে সেলফি তুলেছেন। ওই একই যুবক একটি প্রাইভেট কারের সামনের সিটে বসেও একাধিক সেলফি ও ছবি তুলেছেন। আবার অন্য আর একটি ছবিতে ওই যুবকে প্রাইভেট কারের চালকের সিটেও বসে থাকতে দেখা গেছে।

ফোন চুরির বিষয়ে জানতে চাইলে ফেরদৌসি বেগমের দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল বলেন, 'ফোন চুরির ঘটনাটি তদন্ত চলছে। আমরা প্রযুক্তির সাহায্যে চোরাই ফোনসহ চোরকে গ্রেপ্তারের চেষ্টা করছি'।

Bootstrap Image Preview