Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় চার উপজেলায় ৪৮ জন প্রার্থী বৈধ

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫৭ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫৭ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়া ৪৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় দুই রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই বাছাই শুরু হয়, চলে বিকাল ৫টা পর্যন্ত।

এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করা সুলতান মাহমুদের মনোনয়ন বাতিল করা হয়। মনোনয়নপত্রর সাথে দাখিল করা আড়াইশ জন ভোটারের স্বাক্ষরে ত্রুটি থাকায় রিটার্নিং অফিসার ইয়াহইয়া খাঁন তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

রিটার্নিং অফিসার (সদর-জীবননগর) ইয়াহইয়া খাঁন জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশাদুল হক বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, নঈম হাসান জোয়ার্দ্দার, ওয়াকার্স পাটি মনোনীত মামুন অর রশিদ ও জাকের পাটি মনোনীত প্রার্থী শফিউদ্দীন।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে আজিজুল হক, মাসুদুর রহমান, রিপন মন্ডল ও মামুন অর রশিদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাহাজাদী মিলি ও মাসুদা আক্তারকেও বৈধ ঘোষণা করা হয়।

জীবননগর উপজেলায় চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু মো: আব্দুল লতিফ অমল, ওয়াকার্স পাটি মনোনীত নজরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান, নজরুল মল্লিক ও গোলাম মোর্তুজা।

ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন, আব্দুস সালাম ঈশা, সাইদুর রহমান, এসএম আশরাফুজ্জামান টিপু ও সুজন মিয়া। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন, রেনুকা আক্তার রিতা ও আয়েশা সুলতানা।

অপর রিটার্নিং অফিসার তারিক আহমেদ (আলমডাঙ্গা-দামুড়হুদা) জানিয়েছেন, দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত সিরাজুল আলম ঝন্টু, জাতীয় পার্টি মনোনীত এহসানুল হক, স্বতন্ত্র পার্থী আবু তালেব, আলী মুনসুর বাবু ও আব্দুল কুদ্দুস।

ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন, রবিউল ইসলাম, শহিদুল ইসলাম, রফিকুল আলম, আব্দুর রাজ্জাক ও রুহুল কুদ্দুস। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন, সাহিদা খাতুন, সাহিদা সুলতানা ও রওশন আকবরকে বৈধ ঘোষণা করা হয়েছে।

আলমডাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী হলেন ৫ জন। এরা হলেন আওয়ামী লীগ সমর্থিত জিল্লুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান কবির, আনিসুজ্জামান মল্লিক, আয়ুব হোসেন ও সানোয়ার হোসেন লাড্ডু।

ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী হলেন ৫ জন, এরা হলেন খন্দকার সানমুন আহম্মেদ ডন, আজিজুল হক, মাসুদুর রশিদ, কাজী খালিদুর রহমান ও আজিজুল হক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী হলেন ৩ জন। এরা হলেন কাজী মারজাহান নিতু, শামিম আরা খাতুন ও মোমেনা খাতুন।

নির্বাচন কমিশনের তফশীল অনুযায়ী আগামী ৭ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ৮ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও ২৪ মার্চ অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

Bootstrap Image Preview