Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাংবাদিকেদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৪ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৫ PM

bdmorning Image Preview


ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফরকে কারাগারে প্রেরণসহ দুই সাংবাদিকের মুক্তি ও চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কোম্পানীগঞ্জে বসুরহাট বাজারের উপজেলা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ সাংবাদিক সমিতি ও স্বজন সমাবেশের আয়োজনে প্রতিবাদ সমাবেশে হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক সমিতির সভাপতি এহসানুল আলম খসরু, সাধারণ সম্পাদক ও নোয়াখালী কন্ঠ’র ভারপ্রাপ্ত সম্পাদক মঈন উদ্দিন আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ শরফুদ্দিন শাহীন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এএইচএম মান্নান মুন্না, যুগ্ম সম্পাদক ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মেছবাহ উদ্দিন, বার্তা বাজারের কোম্পানীগঞ্জ প্রতিনিধি মোঃ ওয়ালিদ সাকিব।

এ ছাড়াও বসুরহাট পৌরসভার কাউন্সিলর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ শাহেদ, কোম্পানীগঞ্জ সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক আবদুল হালিম রকি, ব্যবসায়ী কাজী ফজলুল করিম ফয়সাল, যুগান্তর স্বজন সমাবেশ’র সভাপতি শওকত আজিম জাবেদ, সাধারণ সম্পাদক হামিদ উল্যাহ, সহ-সভাপতি ফখরুল ইসলাম হৃদয়, ইমতিয়াজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু ছায়েদ সোভন, জহির হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারিহা ফখরুল পুর্নি, প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাত, সদস্য সাদমান, হিমেল, পিয়াস প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

বক্তারা সংবাদ প্রকাশের জের ধরে যুগান্তরের গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তিসহ ও সব সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি তারা ডিজিটাল নিরাপত্তা আইনে থাকা সাংবাদিক নিবর্তনমূলক ধারাগুলো বাতিলের আহ্বান জানান।

Bootstrap Image Preview