Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে প্রধান শিক্ষককে হত্যার হুমকি

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:০৫ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:০৫ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট চৌকিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমানকে হত্যার হুমকি দিয়েছে স্থানীয় প্রভাবশালী এক যুবক। বিদ্যালয়ের সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

এ ঘটনায় প্রধান শিক্ষক জাহিদুর রহমান বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে বগুড়া র‌্যাবের কোম্পানী কমান্ডার ধুনট থানায় লিখিত অভিযোগে দিয়েছে। পুলিশ প্রধান শিক্ষকের অভিযোগটি থানায় সাধারণ ডাইরী (জিডি নং ১০৫২) হিসেবে রেকর্ড করে ঘটনাটির তদন্ত করছে।     

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শাকদহ গ্রামের রোকনুজ্জামান তালুকদারের ছেলে জাহিদুর রহমান ২০১৮ সালের ১ জুলাই চৌকিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। ওই বিদ্যালয়ের সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে চৌকিবাড়ি গ্রামের মোসলেম উদ্দিন ২০১০ সালে বগুড়া আদালতে একটি বন্টন মামলা (মামলা নং ১৮/১০) দায়ের করেন। 

ওই মামলার বিবাদী হিসেবে পদাধিকার বলে বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষককে মামলা পরিচালনা করতে হয়। কিন্ত এই মামলা পরিচালনা করতে প্রধান শিক্ষককে নিষেধ করে বাদী মোসলেম উদ্দিন ও তার ছেলে আরিফ হোসেন। তারপরও প্রধান শিক্ষক ২৫ ফেব্রুয়ারি মামলার ধার্য্য তারিখে বগুড়া আদালতের যাওয়ার সিদ্ধান্ত নেন।

এ বিষয়টি জানার পর বাদীর ছেলে আরিফ হোসেন ২৪ ফেব্রুয়ারি বিকেলে মুঠোফোনে প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি দেয়। এতে ভয় পেয়ে প্রধান শিক্ষক ২৫ ফেব্রুয়ারি থেকে বিদ্যালয়ে যেতে পারছেন না।

এ ঘটনায় প্রধান শিক্ষক বাদী হয়ে আরিফ হোসেনের বিরুদ্ধে ২৬ ফেব্রুয়ারি ধুনট থানা এবং ২৭ ফেব্রুয়ারি বগুড়া র‌্যাব-১২ কোম্পানী কমান্ডারের নিকট অভিযোগ দিয়েছে।   

এ বিষয়ে আরিফ হোসেন বলেন, মামলার বিষয়টি নিয়ে কথা বলার জন্য প্রধান শিক্ষকের সাথে দেখা করতে চেয়েছি। তাকে হত্যার হুমকি কিংবা অশালীন কোন কথা বলা হয়নি। তিনি ভুল বুঝে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে প্রধান শিক্ষককে সাথে নিয়ে বিদ্যালয়ে গিয়ে মোসলেম উদ্দিন ও তার ছেলেকে সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আবারো এ ধরনের ঘটনা ঘটালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


 

Bootstrap Image Preview