Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে মার্কা বিতরণ

মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২৯ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে মার্কা বিতরণ করেছেন রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল আলম।

আজ বৃহস্পতিবার রির্টানিং অফিসারের কার্যালয়ে এ মার্কা বিতরণ করা হয়।

প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন চেয়ারম্যানে পদে প্রতিদ্বন্দ্বীতাকারী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতাউর রহমান মিলটন পেয়েছেন দলিয় নৌকা মার্কা, ওর্য়াক পাটির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শিকদার পেয়েছেন দলিয় হাতুড়ি মার্কা ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী সুদর্শন পালিত পেয়েছেন আনারস মার্কা।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী আব মুসা পেয়েছেন টিউবওয়েল মার্কা, মকলেছার রহমান পেয়েছেন উড়োজাহাজ মার্কা ও মঞ্জুরায় চৌধুরী পেয়েছেন তালা মার্কা।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা পারভিন পেয়েছেন ফুটবল মার্কা, হাজরা বেগম পেয়েছেন হাস মার্কা ও নীরু সামসুন্নাহার পেয়েছেন কলস মার্কা।

সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন কমিশনের দেয়া তফসিল অনুযায়ী আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে ফুলবাড়ী উপজেলা নির্বাচন। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের মাঝে মার্কা বিতরণ করেছেন রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল আলম।

Bootstrap Image Preview