Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১৩ PM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১৩ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জে বিনা শুল্কে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা প্রায় ১০ লাখ টাকার মালামাল আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই মোড় থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা মালামালগুলো আটক করে।

২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো: মাকসুদুল আলম বুধবার বিকেলে জানান, বিজিবির ব্যাটালিয়ন সহকারি পরিচালক মাহবুবুর রহমানের নেতৃত্বে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে দিরাই মোড় সংলগ্ন ব্রিজের ওপর থেকে বিনা শুল্কে ডলুরা বর্ডার হাট থেকে চোরাই পথে নিয়ে আসা অবৈধ ভারতীয় মালামালগুলো আটক করে।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন কোম্পানীর ৩৩০জোড়া বুটা জুতা, ২৯৮ জোড়া মেগা বুট জুতা, ৩৫৪ জোড়া স্যান্ডেল, কিটকাট চকলেট ২৩১৮ প্যাকেট। আটককৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ ২৯ হাজার ৪৬০ টাকা।

বুধবার জব্দ তালিকা শেষে ভারতীয় মালামাল সুনামগঞ্জ কাষ্টমসে জমা দেয়া হয়েছে বলেও নিশ্চিত করেন বিজিবি অধিনায়ক।

Bootstrap Image Preview