Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিলিং স্টেশনের নামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫০ PM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০৯ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভিবিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ফিলিং স্টেশন নামে অবৈধভাবে এলটি গ্যাস সিলান্ডার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ৮টি এলপি গ্যাস সিলিন্ডার জব্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ জাকির হোসেনসহ আরও উপস্থিত ছিলেন। এ সময় একটি কীটনাশকের দোকান এবং দুইটি কুলিং কর্ণার খাদ্য দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গা চৌধুরীপাড়া ও বাবুপাড়া এলাকায় অবৈধভাবে সিলিন্ডার থেকে সিএনজিতে পাইপের মাধ্যমে গ্যাস বিক্রি করে আসছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তারা উভয়েই পালিয়ে যায়। এ সময় খায়রুজ্জামান বিটুর বাবুপাড়াস্থ বসতবাড়ি থেকে ৮টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। পরে মাটিরাঙ্গা বাজারে ইছহাক কুলিং কর্নার ও মহিউদ্দিন সুইটসে মেয়াদউত্তীর্ণ খাদ্য বিক্রির অভিযোগে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা এবং একটি কীটনাশকের দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও অনিরাপদভাবে বসতবাড়ি থেকে সিএনজিতে গ্যাস বিক্রি করার দায়ে ৮টি গ্যাস সিলিন্ডার জব্দ করাসহ অনিরাপদভাবে গ্যাস সাপ্লাই কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। ভবিষ্যতে অবৈধভাবে সিলিন্ডার থেকে সিএনজিতে গ্যাস বিপনন করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্টদের সতর্ক করে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

Bootstrap Image Preview