Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১১ PM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। 

বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আওয়াল (৫০) ও আলী হোসেন (৪৮)। আহতরা হলেন, পাগলা পশ্চিমপাড়া এলাকার মৃত ভোলানাথ বাড়ৈ এর পুত্র শুভ বাড়ৈ (৪০), জাজিরা গনি মানিকের কান্দি এলাকার আব্দুল হামিদ মল্লিকের মেয়ে মিম আক্তার (১৮), পাগলা তালতলা এলাকার সেলিম আকন্দের মেয়ে আয়শা আক্তার (১১) ও আনন্দ পরিবহনের বাসের চালক সোহাগ (২২)। আহতদের মধ্যে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনাকবলিত আনন্দ পরিবহনের বাসটিকে (নারায়ণগঞ্জ ব ১১-০০৫০) ও এর চালককে আটক করেছে পুলিশ। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টা ২০মিনিটের দিকে নারায়ণগঞ্জ হতে ঢাকাগামী একটি আনন্দ পরিবহনের একটি বাস (যার নং-নারায়ণগঞ্জ-ব-১১-০০৫০) ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা নৌ-বাহিনীর ক্যাম্পের সামনে নারায়ণগঞ্জগামী ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা দুই জন নিহত হয়েছে। এছাড়া অটোরিকশা ও গাড়িতে থাকা ৩ যাত্রী ও চালক আহত হয়েছে। আহত ৩ যাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আর দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং আনন্দ পরিবহন একটি ট্রাকের উপর তুলে দেয়ায় বাসের যাত্রীরা অল্পের জন্য জীবন রক্ষা পায়। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ফতুল্লা মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রক্তিম ও মঈনুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আনন্দ পরিবহনের বাসের সঙ্গে ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। আর আহত হয়েছে ৪ জন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। আনন্দ পরিবহনের বাসটিসহ  চালক সোহাগকে আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview