Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে শিশুর লাশ নিয়ে সড়ক অবরোধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০০ PM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০০ PM

bdmorning Image Preview


রাজধানীর উত্তরায় এক শিশুর লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সাধারণ জনতা। এতে করে উত্তরা এলাকায় চরম যানজটের সৃষ্টি হয়েছে। 

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণখানে পানির ট্যাঙ্ককির ভেতর থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর প্রতিবাদে সকালে রাস্তায় নামে এলাকাবাসী।

পরিবার ও এলাকাবাসীর দাবি, সাত বছরের শিশু রিফাত তার বন্ধুরাসহ স্থানীয় এক বাড়িতে খেলতে যায়। বিরক্ত হয়ে বাড়িওয়ালা আঘাত করলে রিফাতের মৃত্যু হয়। ঘটনা ধমাচাপা দিতে বাড়িওয়ালা বাড়ির পানির ট্যাঙ্ককিতে ফেলে দেয় রিফাতের মরদেহ।

পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। হত্যার প্রতিবাদে এবং দোষির শাস্তির দাবিতে মরদেহ এখনো দাফন করেনি পরিবার।

এলাকাবাসী থেকে জানা যায়, বাড়িওয়ালা খুব প্রভাবশালী হওয়ায় মামলা নিচ্ছে না পুলিশ। এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও উত্তরা ও দক্ষিণখান থানার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Bootstrap Image Preview