Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে পৃথক অভিযানে ৪ মাদক বিক্রেতা গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৭ PM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৯ PM

bdmorning Image Preview


বগুড়ার নন্দীগ্রামে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নন্দীগ্রাম থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, নন্দীগ্রাম  পৌর এলাকার হিন্দু পাড়ার ধীরেন্দ্র নাথের ছেলে একাধিক মাদক মামলা আসামী গিরেন্দ্র নাথ গিরেন (৫২), পৌর এলাকার দক্ষিণ পাড়ার বেলাল হোসেনের ছেলে হাসিব (১৯), উপজেলা বুড়ইল ইউনিয়নের পূর্ব-বাঁশবাড়িয়া গ্রামের ইশারত আলী ছেলে মজনু আলী (২৮) ও থালতা মাঝগ্রাম ইউনিয়নের পরশুন গ্রামের খুদু প্রামনিকের ছেলে আজিজুর রহমান (৪০)।

এরপূর্বে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) জিন্নুর রহমান উপজেলা পরিষদ গেটের সামনে গিরেন্দ্র নাথ গিরেনের পান-সিগারেটের দোকনে অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ তাকে ও তার সহযোগী হাসিবকে গ্রেফতার করে। অপরদিকে থানার উপ-পরির্দশক (এসআই) মনোয়ারুল ইসলাম স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায়া অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা মজনু আলীকে গ্রেফতার করে। 

এছাড়াও উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক (এসআই) নুর মোহাম্মাদ থালতা মাঝগ্রাম ইউনিয়নের গুলিয়া থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা আজিজুর রহমান কে গ্রেফতার করে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মাদক বিক্রেতাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। 

Bootstrap Image Preview