Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫৭ AM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫৯ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের কাছে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কামাল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুই টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবি, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন।

পল্টন থানার ওসি মো. মাহমুদুল হকে জানান, গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পূর্ব দিকে ‘মাদক ও অস্ত্র কেনাবেচার’ খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।পুলিশ তখন পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। পরে একজনের গুলিবিদ্ধ লাশ সেখানে পড়ে থাকতে দেখা যায়।

এ সময় ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল, ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে।

এদিকে বন্দুকযুদ্ধের ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ আলী জানান, একদল মাদক ব্যবসায়ীর মাদক কেনাবেচার তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।

এসআই আরও জানান, পরে নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী কামাল বলে শনাক্ত করা হয়। তার বাড়ি কুমিল্লায়। তার বিরুদ্ধে রমনা ও পল্টন থানায় মাদক আইনে ১৪টি মামলা রয়েছে এবং এ অভিযোগে তিনি গ্রেফতারও হয়েছিলেন।

Bootstrap Image Preview