Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ্বিতীয় দিনেও অব্যাহত বৃষ্টি, ভোগান্তিতে রাজধানীবাসী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৩ AM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৩ AM

bdmorning Image Preview


ভোর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও অফিসগামী মানুষ।

আজ বুধবারের মুষলধারে বৃষ্টি রাজধানীতে নিয়ে এসেছে সীমাহীন ভোগান্তি। বৃষ্টির মধ্য দিয়েই অফিসগামী মানুষ ও এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের গন্তব্যে যেতে দেখা যায়। একদিকে মুষলধারে বৃষ্টিতে, অন্যদিকে রাস্তায় জানজটের সৃষ্টি হয়ায় ভোগান্টি আরো বেড়েছে।

সকালে অফিসগামী অনেক মানুষকে বাস বা অটোরিকশার অপেক্ষায় বৃষতির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দীর্ঘ সময় অপেক্ষার পর কেউ কেউ গাড়িতে উঠতে পারলেও বাকিরাদের উপায় না দেখে হেঁটেই নিজ নিজ গন্তব্যে রওনা দিতে দেখা গেছে।

সকালের এ বৃষ্টিতে কর্মস্থলে পৌঁছাতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও একই অবস্থা। সঙ্গে থাকা অভিভাবকরাও নিরুপায়। এদিকে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন রাস্তায় পানি জমে যায়। এতে ভোগান্তি চরমে ওঠে।

মিরপুর, কল্যাণপুর, কুড়িল, বিশ্বরোর্ড, পোস্তগোলা, জুরাইন, দোলাইপাড়, ওয়ারী, গুলিস্তান, বাড্ডা, রামপুরাসহ বিভিন্ন এলাকার বিভিন্ন স্থানে পানি জমে থাকার খবর পাওয়া গেছে। 

এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা (২-৪) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Bootstrap Image Preview