Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাটে সীমান্তে হত্যা রোধে বিজিবি-বিএসএফ'র বৈঠক 

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫০ AM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫০ AM

bdmorning Image Preview


লালমনিরহাটের পাটগ্রাম বুড়িমারী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ওই সীমান্তে ৮৪৩ নং পিলারের কাছে ভারতের অভ্যন্তরে চ্যাংরাবান্ধা এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সীমান্তে হত্যা, চোরাচালানসহ নানা অপরাধ রোধে বিজিবি-বিএসএফ’র মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে ৬১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শরিফুল ইসলাম ও ভারতের পক্ষে ১৪৮ বিএসএফ'র অধিনায়ক কর্ণেল বারমবার সাহা উপস্থিত ছিলেন। সকাল ১১টা ৩০ মিনিট শুরু হওয়ায় এ বৈঠক দুপুর ২ টায় শেষ হয়েছে। 

বৈঠক শেষে ৬১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শরিফুল ইসলাম জানান, সীমান্তে হত্যাসহ বিভিন্ন অপরাধ রোধে বিজিবি ও বিএসএফ'র মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে অলোচনা হয়েছে। সীমান্তে অপরাধ রোধে বিজিবি ও বিএসএফ একে অপরকে সহযোগিতা করবেন।

 

Bootstrap Image Preview