Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ 

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১১ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১১ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের শাহজাদপুরে রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামানের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারী বখাটে ছাত্র আসিফকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি পেশ করেছে। 

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে এ কার্যক্রম পালন করা হয়।

ওইদিন দুপুরে শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন শেষে শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি প্রেসক্লাব চত্বর থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে অবিলম্বে হামলাকারীকে গ্রেফতারের দাবিতে স্মারকলিপি পেশ করেন।

শাহজাদপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব এ্যাড. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচি চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদে বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মামুনর রশীদ লিয়াকত, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এসএম সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী নেওয়াজ, প্রধান শিক্ষক মোজাম্মেল হক, মোঃ গোলাম কিবরিয়া, মোহাম্মদ আলী, আবুল কালাম, শামীমা নাহার, রফিকুল ইসলাম, কামরুজামান, ওয়ারেছ আলী, রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ এনামুল হক হিরা প্রমুখ।

বক্তারা শিক্ষকের উপর হামলাকারী বখাটে ছাত্র আসিফকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করার হুমকি দেন।  

উল্লেখ্য, গত ২১ ফেব্রয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাভৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরী বের হবার পূর্বে বখাটে ছাত্র আসিফ অত্রস্কুলের ছাত্রীদেরকে উত্যক্ত করলে শিক্ষক কামরুজ্জামান প্রতিবাদ করে তাকে র‍্যালি থেকে বের করে দেয়। ফলে ক্ষিপ্ত হয়ে ছাত্র আসিফ রড দিয়ে এলোপাথারি আঘাত করে শিক্ষকের দাঁত ভেঙ্গে দেয়।

Bootstrap Image Preview