Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সরতে না চাইলে কেমিক্যাল ব্যবসায়ীদের উপর বল প্রয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪২ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন- ৩ মাসের মধ্যে পুরান ঢাকা থেকে কেমিক্যাল ব্যবসায়ীদের সরাতে হবে। ঢাকা জেলার কেরানীগঞ্জে তাদের জন্য জায়গা বরাদ্দ হয়েছে। আমি ব্যবসায়ীদের বলবো সঠিক সময়ে সঠিক জায়গায় চলে যাওয়ার জন্য। যারা যেতে চাইবেন না- তাদের বলপ্রয়োগ করে হলেও যেন সেখানে নিয়ে যাওয়া হয়।’

আজ মঙ্গলবার(২৬ ফেব্রুয়ারি) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। দুপুরে ১৪ দলের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ওই ইনস্টিটিউটে যান মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ট্যানারি যদি এখান থেকে সরে যেতে পারে, কেমিক্যালও পারবে। এটা বাংলাদেশের লোকের দাবি, প্রধানমন্ত্রীর নির্দেশ।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক। এর দায় সবাইকে নিতে হবে। নিমতলীর পর এবার এতগুলো মানুষ মারা গেলো- এটা খুবই মর্মান্তিক। ১৪ দলের পক্ষ থেকে আমরা সমবেদনা জানাচ্ছি।

এ সময় সংসদ সদস্য হাজী সেলিম, আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ, বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে চকবাজারের চুড়িহাট্টায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৭ জন দগ্ধ হয়ে নিহত হয়েছে। এর মধ্যে ৪৮ টি মরদেহ শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Bootstrap Image Preview