Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪২ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪২ PM

bdmorning Image Preview


পটুয়াখালী পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের তারিখ যতই ঘনিয়ে আসছে পরিস্থিতি ততটাই উত্তপ্ত হচ্ছে। এদিকে সোমবার (২৫ ফেব্রুয়ারি) মধ্য রাতে শহরের কলাতলা বাজার এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মোঃ মহিউদ্দিন আহমেদের নির্বাচনী অফিসে ভাংচুর এবং অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষ। 

এবিষয়ে পটুয়াখালী চেম্বার অব কমার্স সভাপতি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন আহমেদ বলেন, ‘জগ মার্কার নিশ্চিত বিজয় যেনে প্রতিপক্ষের লোকজন আমার নির্বাচনী ক্যাম্পে হামলা, ভাংচুর  এবং অগ্নিসংযোগ করছে। গতকাল সোমবার মধ্যরাতে কলাতলা এলাকায় আমার একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় তারা অফিসে থাকা চেয়ার টেবিল ভাংচুর করে এবং পোস্টারে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় নির্বাচন কমিশন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আমি অভিযোগ জানিয়েছি।

পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান খলিফা জানান, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ ও সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান জানান, নির্বাচনের পরিবেশ অবাধ ও নিরপেক্ষ রাখতে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পেলে পুলিশ তাৎকক্ষনিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।   

Bootstrap Image Preview