Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১৬ AM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১৬ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বন্দুকযুদ্ধে ইমদাদ খুনকার (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আদাবাড়িয়া এলাকার চেচুয়া বিলের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ইমদাদ কুষ্টিয়ার ইবি থানার রঞ্জিতপুর গ্রামের কটা খুনকার ওরফে রাফির ছেলে।

পুলিশের দাবি, ইমদাদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক কেনাবেচা নিয়ে নিজেদের মধ্যে গোলাগুলিতে তার মৃত্যু হয়।

কুমারখালী থানার ওসি একেএম মিজানুর রহমান জানান, রাতে চেচুয়া বিলের পাশে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবরে পুলিশ ঘটনাস্থলে যায়।

উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করেও মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে এক পর্যায়ে তারা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে ইমদাদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তুল, ৩ রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ইমদাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে বলেও জানান ওসি।

Bootstrap Image Preview