Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ‘জঙ্গিশিবিরে’ ভারতের হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৪ AM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৫ AM

bdmorning Image Preview


কাশ্মীরের পুলওয়ামা হামলার জবাব দিতে ভারতীয় সেনারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। এমন খরব জানিয়েছে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম। তবে ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ হামলা চালিয়েছে ভারতীয় সেনা বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে জানান হয়েছে, ১২ টি যুদ্ধ বিমান এই অপারেশনে অংশ নেয়। মোট ১ হাজার কেজি বোমা ফেলে সন্ত্রাসবাদীদের ক্যাম্প গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সংবাদ মাধ্যমের খবরে আরো বলা হয়েছে ভারতীয় সেনাদের এ হামলা শতভাগ সফল হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানায়, সোমবার রাত ৩টা নাগাদ এ হামলা চালায় ভারতীয় সেনা। এ হামলার কথা এক প্রকার স্বীকার করেছে পাকিস্তানের সেনা প্রধান। তিনি বলেন, ‘পাক আকাশে ভারতীয় যুদ্ধবিমান প্রবেশ করেছে।’

Bootstrap Image Preview