Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে ডাস্টবিনে মিলল কোটি টাকার স্বর্ণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০১ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০১ PM

bdmorning Image Preview


রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা।

সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ১০নম্বর বোর্ডিং ব্রিজের নিচের ডাস্টবিনের ভিতরে পেপার ও কালো স্কচটেপে মোড়ানো পরিত্যক্ত অবস্তায় ২০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি ৩২৪ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণবারের মূল্য আনুমানিক ১ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. শহীদুল ইসলাম জানান, শুল্ক গোয়েন্দা দল জানতে পারে অ্যাপ্রোনের ১০নং বোর্ডিং ব্রিজের নিচে ডাস্টবিনের ভেতরে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণবার পড়ে আছে।

ওই তথ্যের প্রেক্ষিতে শুল্ক গোয়েন্দা দল অ্যাপ্রোনের ১০নং বোর্ডিং ব্রিজের নিচে ডাস্টবিনের ভিতরে পেপার ও কালো স্কচটেপে মোড়ানো পরিত্যক্ত (মালিকবিহীন) ওই স্বর্ণ উদ্ধার করে। পরবর্তীতে কাস্টমহাউজের ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্কচটেপ খুলে ভেতর থেকে ২০টি স্বর্ণবার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণবারের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

Bootstrap Image Preview