Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অস্ত্র নিয়ে কিভাবে বিমানে উঠলো সংসদে প্রশ্ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৭ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চার স্তরের নিরাপত্তা ভেদ করে আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রী কীভাবে অস্ত্র নিয়ে বিমানে উঠতে পেরেছেন, জাতীয় সংসদে সে প্রশ্ন তুলেছেন বিরোধী দল জাতীয় পার্টির সাংসদ রুস্তম আলী ফরাজী।বিমান ছিনতাইচেষ্টার ঘটনা তদন্তে সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করার দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য।

আজ সোমবার(২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় রুস্তম আলী ফরাজী এই দাবি জানান।

আর আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত বাংলাদেশ জাসদের কার্যকরী সদস্য মইন উদ্দীন খান বাদল বলেছেন, তিনি বিমানের ওই ফ্লাইটের যাত্রী ছিলেন না। তিনি চট্টগ্রাম বিমানবন্দরে ছিলেন। তিনি ওই বিমানের পাইলট ও ক্রুদের পুরস্কৃত করার দাবি জানান।

পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে রুস্তম আলী ফরাজী বলেন, ‘বিমান নিয়ে প্রায়ই এই দুর্ঘটনাগুলো ঘটছে। কখনো দেখি বিমানের ভেতরে পাখি ঢুকে যাচ্ছে, কখনো দেখি চোখ বন্ধ হয়ে গেছে। কখনো দেখি বিভিন্নভাবে দুর্ঘটনার শিকার হয়। মাননীয় প্রধানমন্ত্রীও দুর্ঘটনার শিকার হয়েছিলেন। আসলে এই যে ব্যক্তিটি গেলেন। চারটি ধাপে চেক করে তারপর ভেতরে ঢুকতে হয়। তারপরও একটি লোক অস্ত্র নিয়ে কী করে গেলেন?’

রুস্তম আলী ফরাজী বলেন, ‘তদন্ত কমিটি একটা ফরমাল প্রসেস। এটা করে। কখনো রিপোর্ট বের হয়, কখনো বের হয় না। এটা নিয়ে আসল তথ্য বের হবে না। কেন ঘটছে? মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন তাদের দায়িত্বটা কি পালন করেছে? কেমন করে অস্ত্র নিয়ে ঢুকল? প্রধানমন্ত্রী বিমান থেকে নামলেন, তারপরই এই ঘটনা। এটাকে সহজভাবে নিতে পারি না। উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া দরকার। ’

সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের সদস্যদের নিয়ে তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়ে ফরাজী বলেন, তদন্ত করে সংসদকে জানাতে হবে। আর মন্ত্রীকে বলতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে আর কখনো এমন ঘটনা ঘটবে না। না হলে বিমানে মানুষ উঠবে না, লোকসান হবে।

উল্লেখ্য, বিমান ছিনতাইকারী পলাশ কমান্ডো গুলিতে আহত অবস্থায় আটক হবার কিছুক্ষণ পরে মারা যান তিনি। পরে তার পূর্ণাঙ্গ পরিচয় পেলে লাশ গ্রহণে অস্বীকৃতি পলাশের পরিবার।

Bootstrap Image Preview