Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লাশ শনাক্তে ডিএনএ নমুনা জমা দেয়া যাবে যে কোনো সময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪০ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টা মোড়ের অগ্নিকাণ্ডের ঘটনায়  প্রাণ হারান ৬৭ জন। এর মধ্যে ডিএনএ পরীক্ষা ছাড়া স্বজনদের শনাক্তের মাধ্যমে ৪৮ লাশ হস্তান্তর করা হয়েছে। তবে প্রশ্ন উঠেছে পরবর্তীতে যদি কেউ লাশের দাবী করে তাহলে কি হবে? এ বিষয়ে জেলা প্রশাসক ও সিআইডি জানিয়েছেন এমন পরিস্থিতি মোকাবেলায় তাদের পূর্ব প্রস্তুতি নেওয়া আছে।

হস্তান্তের বাঁকি ১৯ মৃতদেহের পরিচয় শনাক্তে রবিবার বেলা ২টা পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ মর্গের সামনে বুথ বসিয়ে ৩৮ স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডির ফরেনসিক বিভাগ। এ সময় মোট ১৯ লাশ থাকলেও ২১ লাশের দাবী জানিয়ে ডিএনএ স্যাম্পল জমা দেন স্বজনরা। ফলে প্রশ্ন উঠে পরবর্তীতে অন্য কেউ  লাশের দাবী করলে কি হবে ?

এমন প্রশ্নের উত্তরের ঢাকা জেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহফুয বলেন, আমরা প্রতিটি লাশ পরিবারের কাছে হস্তান্তরের আগে তাদের পরিচয়পত্র ও বিস্তারিত প্রমাণ দেখেছি। পাশাপাশি লাশগুলোর ছাড়পত্র দেওয়ার সময় চকবাজার থানার সার্বিক সহযোগিতা গ্রহণ করেছি।   

অন্যদিকে সিআইডির পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে ৬৭টি মৃতদেহ থেকে ২৫৬ টি (রক্ত, টিস্যু, হাড় ও বাক্কাল সোয়াব) এবং ঘটনাস্থল থেকে পাওয়া একটি বিচ্ছিন্ন  হাতের নমুনাসহ মোট ২৫৭টি  ডিএনএ নমুনা সংগ্রহ  করেছি আমরা। কোনো পরিবার যদি পরবর্তীতে লাশের দাবি জানায় তাহলে তখন পরীক্ষা করা হবে, তবে এই চ্যালেঞ্জের বিষয়টি অবশ্যই আদালতের মধ্যে দিয়ে আসতে হবে।

এছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার জানিয়েছেন, চকবাজার অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় সনাক্তে ২১ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ঢামেকে আমাদের ফরেনসিক টিম ডিএনএ নমুনা সংগ্রহ করেছে। আর এর পরেও যদি কেউ লাশ শনাক্তের জন্য ডিএনএ নমুনা দিতে চায় তাহলে  রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এসে দিয়ে যেতে পারবেন।

তিনি আরো বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে ব্যক্তি সনাক্তকরণের উদ্দেশ্যে  ২০১৪ থেকে সিআইডির “ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরী অব বাংলাদেশ পুলিশ” কাজ করে আসছেন। আর এখন পর্যন্ত ২৭০০ এর ও অধিক ধর্ষণ, খুন, আগুনে দগ্ধ লাশসহ বিভিন্ন মামলায় ৭০০০ এর অধিক আলামত পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদান করেছি। তাই আশা করছি আমরা নিহত পরিবারের হাতে সঠিক লাশ হস্তান্তর করতে পারবো।

Bootstrap Image Preview