Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আধা ঘণ্টার ঝড়েই উড়ে গেল বসতঘর ও দোকানপাট 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১০ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বরগুনায় আকস্মিক ঝড়ে সদর উপজেলার বিভিন্ন স্থানের ঘরবাড়ি ও দোকান উড়ে গেছে। 

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে শুরু হওয়া এ ঝড় আধা ঘণ্টা স্থায়ী ছিল।  

এতে বরগুনা সদর ইউনিয়নের দক্ষিণ হেউলিবুনিয়া গ্রামের আল-আমিনের বসতঘর উড়ে গিয়ে পুকুরে পড়ে। অন্যদিকে বরগুনা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের শাহীনের বসতঘর উড়িয়ে নিয়ে গেছে, ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের রায়তবক বাজারের তিনটি দোকান উড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

বরগুনা জেলা প্রশাসক (ডিসি) কবীর মাহমুদ জানান, ঝড়ের কারণে ক্ষতির পরিমাণ জানার জন্য লোকজন কাজ শুরু করেছে।

Bootstrap Image Preview