Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বঙ্গোপসাগরে একদিনে ১৪ ট্রলারসহ অপহৃত ৫৭ জেলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪৩ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪৩ PM

bdmorning Image Preview


বঙ্গোপসাগরে প্রায় ১শ কিমি দীর্ঘ এলাকাজুড়ে একদিনে ১৪টি মাছধরা ট্রলারসহ অন্তত ৫৭ জন জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা।

রবিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কক্সবাজারের পাটুয়ারটেক থেকে সেন্টমার্টিন পর্যন্ত অঞ্চলের উপকূলবর্তী গভীর বঙ্গোপসাগরে জলদস্যুরা এসব অপহরণের ঘটনা ঘটায়।

জেলা ফিশিং ট্রলার মালিক সমিতি সূত্র জানায়, রবিবার মুক্তিপণ আদায়ের জন্য জলদস্যুদের হাতে আটক ট্রলারগুলোর মধ্যে ৮টি কক্সবাজারের, ৪টি চট্টগ্রামের ও ২টি বরগুনার পাথরঘাটা এলাকার। 

এদিকে, এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য সোমবার সকালে ট্রলার মালিকদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। 

কক্সবাজারে নবগঠিত র‌্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, সাগরে ডাকাতির ঘটনা শুনেছি। সোনাদিয়া থেকে জলদস্যুদের আমরা নির্মূল করেছি। কিন্তু গভীর সাগরে গিয়ে জলদস্যু দমনের অনুমতি পাওয়া গেলে র‌্যাব তাই করবে। 

উল্লেখ্য, শনিবারও বঙ্গোপসাগরের একই অঞ্চলে প্রায় ৩০টি মাছধরা ট্রলার জেলেসহ অপহরণের শিকার হয়। এতে আতঙ্কিত জেলেরা সাগরে মাছ না ধরেই ট্রলার নিয়ে কূলে ফিরে আসছে।

Bootstrap Image Preview