Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০২ AM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৩ AM

bdmorning Image Preview


চট্রগ্রামের শাহ আমনত বিমানবন্দরে ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার ঘটনার পর দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান মন্ত্রণালয়।

উড়োজাহাজ ছিনতাই চেষ্টার শ্বাসরুদ্ধকর সোয়া দুই ঘন্টার ঘটনার অবসান হয়েছে মাত্র ৮ মিনিটের অভিযানে। পাইলট, ক্রু, সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত চেষ্টায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রী ও উড়োজাহাজটি।

ঘটনার পরপরই দেশের বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে ছিনতাইয়ের চেষ্টার ঘটনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে।

ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত সচিব মোকাব্বির হোসেনকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সচিব জনেন্দ্র নাথ সরকার, সিভিল এভিয়েশনের পরিচালক ফ্লাইট সেইফটি উইং কমান্ডার জিয়া, অবসরপ্রাপ্ত সিকিউরিটি কনসালটেন্ট গ্রুপ ক্যাপ্টেন আলমগীর এবং বিমানের অবসরপাপ্ত পরিচালক প্ল্যানিং এয়ার কমোডর মাহবুব জাহান খান।

Bootstrap Image Preview