Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর প্রথম মৃত্যুবাষির্কী আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৫ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৫ PM

bdmorning Image Preview


ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর চলে যাওয়ার এক বছর পূর্ণ হলো। গত বছর এই দিনে না-ফেরার দেশে চলে যান ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শ্রী আম্মা ইয়াংগার আয়াপ্পাঁ ওরফে শ্রীদেবী। সেই শোক যেন এখনো কাটিয়ে উঠতে পারেনি বলিউড। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করছে কাপুর পরিবার ও ভক্তরা।

শ্রীদেবীর আকষ্মিক এই চলে যাওয়াকে এখনও মেনে নিতে পারছেন না তার পরিবার ও ভক্তরা। শোকে কাতর শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।

এ উপলক্ষে কাপুর পরিবার আজ নানা আয়োজন করেছে। আয়োজনের একটি অংশ হিসেবে শ্রীদেবীর বিশেষ মুহূর্তের একটি ভিডিও টুইটার ও ইউটিউবে ভাইরাল হয়েছে ইতিমধ্যে। গত বছর নিজেদের ২২তম বিবাহবার্ষিকীতে ভিডিওটি প্রকাশ করেছিলেন বনি কাপুর।

ভিডিওতে দেখা গেছে, মৃত্যুর আগে দুবাইয়ে বিয়ের অনুষ্ঠানের হাস্যজ্জ্বল শ্রীদেবী আগত অতিথিদের সঙ্গে কথা বলছেন।

টুইটারের ভিডিওটি এ পর্যন্ত দুই লাখ ৩১ হাজারের বেশিবার দেখা হয়েছে। রিটুইট ও শেয়ার করা হয়েছে অসংখ্যবার।

বছর দুবাইয়ে গিয়েছিলেন তিনি মোহিত মারওয়া ও অন্তরা মোতিয়ালের বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য। ২৪ ফেব্রুয়ারি হঠাৎ করেই খবর আসে, শ্রীদেবী আর নেই। দুবাইয়ের একটি হোটেলে দুর্ভাগ্যজনকভাবে বাথটাবে ডুবে মৃত্যু হয় তার। ২৮ ফেব্রুয়ারি এই অভিনেত্রীকে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হয়। অশ্রুশিক্ত বলিউড ও তার কোটি ভক্ত বিদায় জানান তাদেও চাঁদনিকে। যদিও তার মৃত্যুকে স্বাভাবিক মৃত্য বলতে রাজি নন অনেকেই। কেউ বলছেন এখানে রায়েছে ২০০ কোটি রুপির লোভের গল্প সেই সাথে রয়েছে দাউদ ইব্রাহিমের সম্পর্ক।

‘লাডলা’, ‘খুদা গাওয়া’, ‘চাঁদনি’, ‘মিস্টার ইন্ডিয়া’সহ অসংখ্য সিনেমায় উল্লেখযোগ্য চরিত্র সৃজন করেছেন। একটা বিরতির পর এই অভিনেত্রী ‘ইংলিশ ভিংলিশ’ ছবিতে ফিরেই জানান দেন, আসলেই তিনি সুপারস্টার।

শ্রীদেবীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পূজার আয়োজন করা হয় এ বছরের ১৪ ফেব্রুয়ারি। মাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন দুই কন্যা জাহ্নবী ও খুশি কাপুর।

শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে কাপুর পরিবারে আজ রয়েছে নানা আয়োজন। মৃত্যুর এক বছর পরও শোক কাটিয়ে উঠতে পারেনি কাপুর পরিবার। বড় কন্যা জাহ্নবী কাপুর ইনস্টাগ্রামে একটি হৃদয়স্পর্শী পোস্ট দিয়েছেন মায়ের মৃত্যুবার্ষিকীতে। মায়ের হাতে হাত রাখা একটি ছবি শেয়ার দিয়ে লিখেছেন, ‘আমার হৃদয় সব সময় ভারী হয়ে থাকবে। কিন্তু সর্বদাই হাসিমুখে থাকব, কারণ তুমি আমার ভেতরে আছ।’

১৯৬৩ সালের ১৩ আগস্ট জন্মগ্রহণ করেন শ্রীদেবী। তাঁর আসল নাম শ্রী আম্মা ইয়াংগার আয়াপ্পাঁ। তেলেগু, তামিল, হিন্দি, মালয়ালাম, কন্নড় ভাষার ছবিতে অভিনয় করেছেন তিনি। শ্রীদেবীকে বলা হয় ভারতের ‘প্রথম নারী সুপারস্টার’।

Bootstrap Image Preview