Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নাই, সেখানে শহীদ মিনার স্থাপন করা হবে: খাদ্যমন্ত্রী

সুমন আলী, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৭ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৭ PM

bdmorning Image Preview


খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, কালের বিবর্তনে মানুষ এখন ভাষা, শহীদ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আগ্রহ বেড়েছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নাই সেখানে শহীদ মিনার স্থাপন করা হবে।

শনিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর দেড়টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মির্নার নির্মাণ কাজের উদ্বোধনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথাগুলো বলেন। 

তিনি বলেন,  প্রতিষ্ঠানের আর্থিক দূর্বলতা থাকেল টিআর (গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্প) থেকে প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শহীদ মিনার তৈরি করা হবে। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মো: মাহফুজুল আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠীর সংবর্ধনা সভায় যোগদান করেন খাদ্যমন্ত্রী।

Bootstrap Image Preview