Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকবাজার অগ্নিকাণ্ড নিয়ে যা বললেন জাতিসংঘের মহাসচিব

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৮ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৮ PM

bdmorning Image Preview


রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

নিউইয়র্কে বাংলাদেশের জাতিসংঘ মিশনের মাধ্যমে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে শোকবার্তা পাঠান জাতিসংঘ মহাসচিব।

তিনি বলেন, ‘নির্মম এ ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবার ও দেশের জনগণের প্রতি রইল গভীর সমবেদনা। পাশাপাশি ওই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন জাতিসংঘ মহাসচিব।

এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার তৎপরতার প্রশংসা করেছেন গুতেরেস। পাশাপাশি যে কোনো ধরনের সহায়তারও আশ্বাস দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত মোট ৬৭ জন নিহতের খবর জানায় ঢাকা জেলা প্রশাসন।

Bootstrap Image Preview