Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অগ্নিকাণ্ডের ঘটনায় দুই হাত তুলে দোয়া চাইলেন রাষ্ট্রপতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:০০ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:০১ PM

bdmorning Image Preview


রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুনে হতাহতদের জন্য আয়োজিত বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ শুক্রবার বাদ জুমা বঙ্গভবন জামে মসজিদে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থ্যতা কামনা করে এ দোয়া মাহফিলের আয়াজন করা হয়।

এ সময় দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ সময় রাষ্ট্রপতির ছেলে রেদোয়ান আহাম্মদ তৌফিক, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল সারোয়ার হোসেন, প্রেস সচিব মো. জয়নাল আবেদিনসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬৭ জনের প্রাণহানি ঘটে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Bootstrap Image Preview