Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমরা সঙ্কটের মধ্যে আছি তবুও সাধ্যমতো সাহায্য করব: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩০ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩০ PM

bdmorning Image Preview


পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে এতো মানুষের প্রাণহানীর ঘটনায়সরকারের দায়িত্বহীনতা ও অব্যবস্থায় দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আমাদের সাধ্যমতো আহতদের সাহায্য করব।

আজ শুক্রবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি আহতদের দেখতে এসে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

দল থেকে কোন সাহায্য করা হবে কিনা, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আপনারা আমাদের সমস্যার কথা তো জানেনই। আমরা সঙ্কটের মধ্যে আছি। তবুও আমরা আমাদের সাধ্যমতো আহতদের সাহায্য করব।

অগ্নিকাণ্ডের পেছনে সরকারের মন্ত্রীদের দায়িত্বহীনতা কাজ করছে বলে দাবি করেন ফখরুল। তিনি বলেন, ইতিমধ্যে রানাপ্লাজা ও নিমতলি অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটলেও সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।

এসময় আহত ও সহায়-সম্বলহীনদের ভালো পরিমানে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহবান জানান মির্জা ফখরুল।

Bootstrap Image Preview