Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় ব্যাডেন পাওয়েলের ১৬২ তম জন্মদিন পালিত

আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০২:০৬ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০২:০৬ PM

bdmorning Image Preview


মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও মাটিরাঙ্গা উপজেলা স্কাউটস এর যৌথ উদ্যোগে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েলের ১৬২তম  জন্মদিন পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার ( ২২শে ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট, রোভার স্কাউট ও গার্লস গাইডের সমন্বয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা মাটিরাঙ্গা উপজেলা সদর চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে মাটিরাঙ্গা উপজেলা মুক্ত রোভার স্কাউটের আরএসএল মো: ফরিদ আহমেদ এর সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোঃ মোহতাছিম বিল্ল্যাহ।

সভার শুরুতে সম্প্রতি চকবাজার অগ্নিকাণ্ডে নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্যে প্রদান করেন মাটিরাঙ্গা উপজেলা স্কাউট’র সাধারণ সম্পাদক মো: ইমাম উদ্দিন মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা।



ব্যাডেন পাওয়েলের পথ অনুসরণের পরামর্শ দিয়ে প্রধান অতিথীর বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এবং বাংলাদেশ স্কাউট'র মাটিরাঙ্গা উপজেলার সভাপতি বিভীষণ কান্তি দাশ বলেন, স্কাউটস আন্দোলন আমাদেরকে মানবিক হতে শিক্ষা দেয়, তিনি যদি বিশ্বকে পাল্টে দিতে পারেন, আমরা কেন পারব না ? আজ বাংলদেশ স্কাউটের একটি অন্যতম সফলতা হচ্ছে স্কাউট সদস্যের নামে কোন প্রকার মামলা নাই, যারা স্কাউট করেন তারা কখনও অপরাধ করতে পারে না এবং কোন প্রকার নেশায় জড়াতে পারে না, স্কাউট মানবতায় বিশ্বাষী তারা মানবতার সেবায় সর্বাগ্রে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে স্কাউট, রোবার স্কাউট ও গার্লস গাইডের সদস্যদের নিয়ে বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েলের ১৬২তম জন্মদিনের কেক কাটা হয়।


প্রসঙ্গত, ১৮৫৭ সালের ২২শে ফেব্রুয়ারি রবার্ট ব্যাডেন পাওয়েল লন্ডনে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল। তার হাত ধরেই ১৯০৭ সালে এ আন্দোলনের সূত্রপাত ঘটে। তাই দিনটিকে স্কাউট দিবস হিসেবে পালন করা হয়। বর্তমানে পৃথিবীর ২১৭টি দেশে স্কাউটি আন্দোলন  চলছে। বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে
স্কাউটিংয়ের যাত্রা শুরু ব্রিটিশ আমল থেকে। ৪৭ এর পর ইস্ট পাকিস্তান বয়স্কাউট অ্যাসোসিয়েশনের যাত্রা। ১৯৭২ সালে নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ বয়স্কাউটস। ১৯৯৪ সাল থেকে মেয়েরা এর সদস্য হওয়ার অধিকার লাভ করে। কমিউনিটি সেবা, কৃষি, স্বাস্থ্য, শিশুকল্যাণ, নির্মাণ ও সস্তায় বাড়িঘর তৈরিতে স্কাউটরা সহায়তা করে থাকে। এছাড়া বন্যা, ঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে অসহায় মানুষের আশ্রয় বা পুনর্বাসনে তারা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে।

আত্মনির্ভরশীল সুনাগরিক গড়ে তোলার ক্ষেত্রে এ আন্দোলন বিশ্বব্যাপি সমাদৃত। রবার্ট ব্যাডেন ১৮৭৬ সালে একজন লেফটেন্যান্ট হিসেবে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করেন। সামরিক বাহিনীতে কর্মরত থাকাকালীন বিভিন্ন অভিজ্ঞতা থেকে তিনি স্কাউট আন্দোলন গড়ে তোলার প্রেরণা পান। বিশেষ করে ম্যাফেকিং এর যুদ্ধ থেকে তিনি বাস্তব অভিজ্ঞতা ও ধারণা থেকে উপলব্ধি করেন যে যুবক ও বালকদেরকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ করানো সম্ভব। ম্যাফেকিং এর যুদ্ধে স্বেচ্ছাসেবক বালকদলের অবদান দেখে তিনি অভিভূত হন। তখন থেকেই তিনি বালকদের কে নিয়ে কিছু একটা করার পরিকল্পনা করতে স্বপ্ন ও শ্রমকে অব্যাহত রাখেন। যা পরবর্তীতে স্কাউট আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করে।  ১৯০৭ সালে  তিনিই  প্রথম ব্রাউন সি দ্বীপে স্কাউট ক্যাম্প স্থাপন করেন। তিনি ১৯৪১ সালের ৮ জানুয়ারি কেনিয়াতে মৃত্যুবরণ করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন,মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মোঃ আফসার হোসাইন, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কামাল হোসেন, খাগড়াছড়ি জেলার কাব লিডার মোঃ মুছা মিঞা, এএলটি ও প্রধান শিক্ষক গড়গড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার স্কাউট শিক্ষক মোঃ জয়নাল আবদিন।

Bootstrap Image Preview