Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকা মেডিকেলের হিসেবে ভুল, অগ্নিকাণ্ডে নিহত ৬৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪২ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত ৮১ জনের লাশ পাওয়ার কথা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয় বৃহস্পতিবার দুপুরে। কিন্তু এর কয়েকঘণ্টা পর হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে এ পর্যন্ত হাসপাতালে ৬৭ জনের লাশ এসেছে। এর মধ্যে শনাক্ত হয়েছে ৪০ জনের মরদেহ শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ব্রিফিং করে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বলেন, ‘লাশের সংখ্যা নিয়ে কিছুটা ভুল হয়েছে। আমরা মোট ৬৭ জনের লাশ পেয়েছি। এর মধ্যে স্বজনরা ৪০ জনকে শনাক্ত করেছেন।’

সোহেল মাহমুদ বলেন, ‘বাকি ২৭টা মরদেহ মর্গে রাখা হয়েছে। মর্গে জায়গা না থাকায় লাশগুলো বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে। সেখান থেকে চাইলে স্বজনরা লাশ শনাক্ত করতে পারবেন।’

Bootstrap Image Preview