Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দগ্ধ নয় জনের বাঁচার সম্ভাবনা খুব কম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২০ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর চকবাজারে দাহ্য পদার্থ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় ৮১ জন দগ্ধ হয়ে নিহত হয়েছেন এবং বেশ কিছু মানুষ ঢাকা মেডিকেলসহ রাজধানীর বিভিন্ন হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঢামেক বার্ণ ইউনিট একাধিক সুত্র বলছে যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের মধ্যে নয় জনের বাঁচার সম্ভাবনা খুব কম।

ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্তলাল সেন বলেন, চিকিৎসাধীন নয়জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের মধ্যে চারজনের অবস্থা বেশি ঝুঁকিপূর্ণ। একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। খুব দ্রুত আরও দুজনকে আইসিইউতে নেওয়া হবে।

আহত যারা বার্ন ইউনিটে ভর্তি আছেন তারা হলেন— আনোয়ার (৫৫), মাহমুদুল (৫২), সেলিম (৪৪), হেলাল (১৮), রেজাউল (২১), জাকির (৩৫), মোজাফ্ফর (৩২), সোহাগ (২৫) ও সালাউদ্দীন (৪৫)।

এর মধ্যে সোহাগের শরীরের ৬০ শতাংশ ও রেজাউলের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া আনোয়ার, রেজাউল, জাকির ও সোহাগের শ্বাসনালি পুড়ে গেছে।

গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের চুড়িহাট্টা এলাকার কয়েকটি ভবনে লাগা আগুন সকালে নেভানোর পর ৭০টি লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর কথা জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে দগ্ধ হয়ে মোট নিহত হয়েছে ৮১ জন। এদিকে দুপুর একটার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করলেও বিকেল আনুমানিক ৪ টা ২৫ মিনিটে আবার ছোট্ট একটি বিস্ফোরণের ঘটনা ঘটে রাজ্জাক ভবনে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়।

অবশ্য ফায়ার সার্ভিস সেখানে পুনরায় পানি ছিটায় এবং আর কোন ধরণের অগ্নিকাণ্ডের ঘটনা যেন না ঘটে সেজন্যে সেখানে সতর্ক অবস্থানে আছেন তারা। যদিও সন্ধ্যা ছয়টার পরেও রাজ্জাক ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছিলো।

Bootstrap Image Preview