Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাতৃভাষা দিবসে সীমান্তে দুই বাংলার মিলনমেলা

হিলি প্রতিনিধি
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:০২ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:০২ PM

bdmorning Image Preview


'এপার বাংলা ওপার বাংলা, বাংলা ভাষার মেলবন্ধনে হই একাকার' স্লোগানে ভারত-বাংলাদেশ যৌথভাবে হিলিতে অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত পালন করেছে। আর এসময় দুই দেশের বাংলা ভাষাভাষীদের মিলনমেলায় পরিণত হয় দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য রেখা।

বৃহস্পতিবার দুপুর ১২টায় ভারতের উজ্জীবন সোসাইটি এবং বাংলাদেশের হিলির মুক্তিযোদ্ধা সংসদ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের যৌথ আয়োজনে হিলি সীমান্তে ভারত ও বাংলাদেশের নেতৃবৃন্দ যৌথভাবে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পমাল্য আদান-প্রদানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এতে ভারতের কবি সাহিত্যিক ও শিল্পিদের সমন্বয়ে ২০ সদস্যর একটি প্রতিনিধি দল যোগদান করেন।

পরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে ভারত ও বাংলাদেশের শিল্পিবৃন্দ নৃত্য, কবিতা আবৃতি ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। সীমান্তের দু'পাড়ে শতশত দর্শনার্থী দাড়িয়ে থেকে অনুষ্ঠান উপভোগ করেন।

Bootstrap Image Preview