Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এখনো বের হচ্ছে ধোঁয়া, কমেনি আতঙ্ক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২০ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গতকাল রাতে রাজধানীর চকবাজারে রাজ্জাক ভবন নামে একটি ভবনের কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের মাধম্যে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখন পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে ৮১ জন নিহতের খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সুত্রগুলো।

ফায়ার সার্ভিসের নেতৃত্বে প্রায় ১৫ ঘণ্টা উদ্ধার অভিযান চলার পর আগুন নিভে গেছে বলে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয় দুপুর ১ টার দিকে।

এদিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার চার ঘণ্টা ২৫ মিনিট পর আবার বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ঐ ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলি বেরুতে দেখে স্থানীয় মানুষ। বিস্ফোরণের শব্দে ও ধোঁয়া দেখে আবার আতঙ্কিত হয়ে পড়ে মানুষ। পুনরায় ধোঁয়া দেখে আবার ছুটে আসে ফায়ার সার্ভিস। ধোঁয়ার উৎপত্তিস্থল শনাক্ত করে সেখানে পানি ছিটানো হয়।

কেনো আবার ধোঁয়া দেখা দিচ্ছে এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিস সংশ্লিষ্ট একজন জানান, ভবনের ভেতরে ধ্বংসস্তূপে শিতল আগুন ছিলো এবং সেখানে হয়ত পানি ভালোভাবে পৌছাতে পারেনি। উদ্ধার অভিযান সমাপ্তের পর ভবনের মালপত্র টানাটানির সময় সে আগুন আবার জ্বলে উঠে এবং এমন ধোঁয়ার সৃষ্টি হয়।

আবার ধোঁয়া দেখে স্থানীয় মানুষের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পরে এবং এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে কিছুক্ষণ। সেসময় আতঙ্ক ও শঙ্কা নিয়ে স্থানীয় এক ক্ষুদে ব্যবসায়ী ইদ্রিস আলী বলেন, ‘আইজ রাইতেও ঘুম ওইবো না। কখন জানি কি হইয়া যায় তার ঠিক নাই’।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা ছয়টার পরেও অগ্নিকাণ্ড স্থল রাজ্জাক ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। আবার যেন আগুন লেগে কোন ধরণের ক্ষয়ক্ষতি না হয় সে ব্যপারে সতর্ক অবস্থানে আছে ফায়ার সার্ভিস।

Bootstrap Image Preview