Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৯ দেশের শিক্ষার্থীদের নিয়ে ব্যাংককে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০৫ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০৫ PM

bdmorning Image Preview


ইতিহাসের পাতায় রক্তপলাশ হয়ে ফোটা সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউর, আউয়াল, অহিউল্লাহর রক্তে রাঙানো অমর ২১শে ফেব্রুয়ারি আজ। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস। একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

দিবসকে মেথায় রেখে ১ মিনিট নিরবতা পালনের পর প্রভাতফেরির মাধ্যমে জাপান, নেপাল, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, মায়ানমার, থাইল্যান্ড, কেনিয়া, ইথুপিয়া, ভারত সর্বমোট ৯টি দেশের সবাইকে নিয়ে ২১ ফেব্রুয়ারি সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে আইআইপিডিএস- এর বাংলাদেশি শিক্ষার্থী রাগীব আহসান। আজ বৃহস্পতিবার সকালে তারা এই শ্রদ্ধা জনায়।

বাংলাদেশি শিক্ষার্থী রাগীব আহসান জানান, সকালে নিজের দেশের ভাষা দিবস ও একুশে ফেব্রুয়ারি সম্পর্কে অন্য দেশের সকল ছাত্রছাত্রীকে অবহিত করা হয়। ভিন্ন দেশে নিজের দেশের ইতিহাস তুলে ধরার অনুভূতি অন্যরকম। তারপর সকলে মিলে শ্রদ্ধা জানায় ১৯৫২ সালে নিহত ভাষা সৈনিকদের প্রতি।

Bootstrap Image Preview