Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সোডিয়াম লাইটের আলোর বন্যায় ভাসছে ভৈরবের ফেরিঘাট এলাকা

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১০ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১০ PM

bdmorning Image Preview


সোডিয়াম লাইটের আলোর বন্যায় ভাসছে ভৈরবের ফেরিঘাট এলাকা।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভৈরব পৌর শহরের ফেরিঘাট এলাকার ১০কি.মি সড়কে সোডিয়াম লাইটের উদ্বোধন করেন পৌর মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ।

তিনি জানান, পৌর শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়ী এলাকায় বহুল আকাঙ্ক্ষিত ফেরিঘাটের রাস্তার কাজ শেষ হয়েছে গতমাসে। এরই মধ্য আনুসাঙ্গিক কাজের মধ্যে একটি জরুরী অত্যাবর্শকীয় কাজ  শহরের সড়কে সোডিয়াম লাইট।

তিনি আরো জানান, রাত পোহালেই জাতি স্মরণ করবে ভাষার জন্য যারা জীবন দিয়েছে সেসব সূর্য সন্তানদের। তাদের সম্মানে প্রজ্জ্বলিত হল ফেরিঘাটের সোডিয়াম লাইটের আলো।

এসময় উপস্হিত ছিলো, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল মেয়র মির্জা সুলায়মান, স্থানীয় কাউন্সিলর আরেফিন জালাল রাজীব, কাউন্সিলর আওলাদ সওদাগর প্রমুখ। 

Bootstrap Image Preview