Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকবাজারে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় এরশাদের শোক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২৬ AM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২৬ AM

bdmorning Image Preview


পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যে ব্যাপক প্রাণহানি হয়েছে তাতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি এবং বর্তমান সংসদের বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদ।

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ অগ্নিদগ্ধদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে দরকারিভাবে যথাযথ উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানিয়েছেন তিনি।

সরকারের প্রতি এরশাদের আকুল আবেদন, তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হোক। তিনি বলেন, তদন্তে দুর্ঘটনার জন্য দায়ী কিংবা কর্তব্যে অবহেলার প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এবং মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁও মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন।

Bootstrap Image Preview