Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে সরকার: কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৭ AM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১৩ AM

bdmorning Image Preview


পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে সরকার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) আজিমপুর কবরস্তানে ভাষা শহীদদের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

পুরান ঢাকার চকবাজারের এই অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখবে সরকার। অপরাধ পেলে কঠোর ব্যবস্থাও নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। 

প্রসঙ্গত, বুধবার রাত পৌনে ১১টার দিকে চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানান। পরে তা পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। সর্বশেষ রাত ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী।

ভয়াবহ আগুনে দগ্ধ এখন পর্যন্ত অন্তত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া মরদেহের মধ্যে ৪৮ পুরুষ ৫ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

Bootstrap Image Preview