Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে ৩ দিনব্যাপী সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা শুরু

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪৭ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫৬ PM

bdmorning Image Preview


'এসো মাতি প্রাণের উৎসবে' এ শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে ৩ দিনব্যাপী সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা শুরু হয়েছে। 

বুধবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় রফিকুল ইসলাম মহিলা কলেজ ভৈরবের আয়োজনে ৩ দিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রখ্যাত লোক গবেষক ও লেখক মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি মানসিক উৎকর্ষ বৃদ্ধি ঘটানোর মাধ্যম হচ্ছে সাহিত্য ও সংস্কৃতি চর্চা। এ ধরনের সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার মাধ্যমেই শিক্ষার্থীরা আলোকিত মানুষ হিসাবে গড়ে উঠেতে পারে। 

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, সমাজকর্ম বিভাগের বিভাগী প্রধান প্রভাষক মো.শহীদুল্লাহ প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ  বিশিষ্ঠ শিশু সংগঠক মোঃ শরীফ উদ্দিন আহমেদ।

৩ দিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি অনুষ্ঠানে থাকবে কলেজ শিক্ষার্থীদের অংশ গ্রহণে আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, উপস্থিত অভিনয়, স্বরচিত কবিতা, কেরাত, হামদ/নাত, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোক সংগীত/ পল্লীগীতি, আধুনিকগান, দেশাত্নবোধক গান ও দেশীয় নৃত্য প্রতিযোগিতা। 

Bootstrap Image Preview