Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় শিক্ষিকাকে তুলে নিয়ে গেল শিক্ষক

সৌরভ অধিকারী শুভ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৫ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫০ PM

bdmorning Image Preview
প্রতীকী


বগুড়ার শেরপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলের এক শিক্ষিকাকে অপহরণ করেছে একই স্কুলের শিক্ষক।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চক কল্যানী এলাকার স্কুল মাঠে এ অপহরণের ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের চকধোলী গ্রামের মৃত মোজাহার আলীর মেয়ে চকধোলী-চক কল্যানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে একই গ্রামের মৃত সামছুদ্দিন বুলুর ছেলে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদি হাসান জনি (৩০) গত ৩ বছর ধরে বিরক্ত করে কু-প্রস্তাব দিয়ে আসছিল।

কিছুদিন আগে ওই শিক্ষিকাকে প্রেমের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখান করেন। এরই জের ধরে সোমবার বিকেল ৩টার দিকে জরুরী কাজের কথা বলে শিক্ষিকাকে অফিস থেকে বিদ্যালয়ের মাঠের ভিতর নিয়ে যায় ওই শিক্ষক। সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে ওৎ পেতে থাকা ৭ থেকে ৮ জন তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় ওই শিক্ষিকার বড় ভাই ইসমাইল হোসেন বাদশা ওই দিন রাত ৯টার দিকে বাদি হয়ে শিক্ষক মেহেদি হাসান জনিসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, এ ঘটনায় একটি মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview