Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তালায় মাছের ঘেরে বিষ প্রয়োগ, ৫০ হাজার টাকার ক্ষতি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫৭ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫৭ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার তালা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মাছের ঘেরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার মাছ মারা গেছে।

গতকাল সোমবার দিবাগত রাতে তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের শিরাশুণী গ্রামের মনজুরুল সরদারের ঘেরে এ ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্ত ঘের মালিক মোঃ মানজুরুল সরদার জানান, তিনি গত ২ বছর যাবত শিরাশুণী গ্রামের মুচিরডাক্সগী বিলে ৫ বিঘা জমিতে সাদা মাছের চাষ করছেন। সোমবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে পূর্ব শত্রতার জের ধরে কিছু দুর্বৃত্তরা তার ঘেরে বিষ প্রয়োগ করে। এতে প্রায় ৫০ হাজার টাকার মাছ মার গিয়েছে। তার সন্ধেও একই এলাকার আরমান শেখের ছেলে আলমগীর শেখ (৩৫) ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে।

এবিষয়ে অভিযুক্ত আলমগীরের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ হলে তিনি বলেন, আমি এই কাজ করিনি, এ বিষয় কিছু জানিনা।

Bootstrap Image Preview