Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাঙ্গামাটিতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে দুই জন নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২১ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলার রাঙ্গাপানি ছড়া এলাকায় বন্য হাতীর আক্রমণে মরিয়ম আক্তার নামে ছয় বছরের এক কন্যা শিশু নিহত হয়েছে।

মেয়েটি লংগদু চাইল্যাতলি গ্রামের আব্দুস ছালামের মেয়ে। অপর দিকে লংগদর হাজাছড়া মসিবত টিলায় পাহাড়ের গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে ইউনুছ মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, আজ সোমবার(১৮ ফেব্রুয়ারি) সকালে মেয়েটি তার মা হাসিনা বেগমের সঙ্গে জ্বালানী কাঠের খোঁজে পাহাড়ে গিয়েছিলো। কাঠ নিয়ে ফেরার পথে দুপুর দেড়টার সময় হঠাৎ তারা বন্য হাতীর আক্রমণের শিকার হন। হাতীর পাল শিশুটির মাথায় পা দিয়ে থেতলে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে শিশুটির মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে।

অন্য দিকে, লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নে হাজাছড়া মসিবত টিলা এলাকার ইউনুছ মুন্সী তার সহকর্মীদের সঙ্গে হাজাছড়া মসিবত টিলায় পাহাড়ের উপর গাছ কাটতে যায়। এ সময় কাটা গাছের একটি অংশ ইউনুছের উপর এসে পড়ে। খবর পেয়ে সহকর্মীরা প্রায় চার ঘণ্টা চেষ্টার পর গাছ কেটে তার নিচ থেকে তাকে উদ্ধার করে। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে লংগদু উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামান্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যেসব এলাকায় এসব ঘটনা ঘটেছে তা লংগদু থানা থেকে অনেক দূরে। খবর পেয়ে সেখানে পুলিশের একটি বিশেষ দল পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview