Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নটরডেম ছাত্র খুনের ঘটনায় স্টামফোর্ডের ছাত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২১ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর সবুজবাগ এলাকার একটি বাসায় নটরডেম কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইয়োগেন সালভেস (২২) খুনের ঘটনায় সবিতা (২৬) নামে এক তরুণীকে গ্রেফাতর করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক সবিতা স্টামফোর্ড এলএলবি ৫১ ব্যাচের ছাত্রী। এই তরুণীকে মুগদা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার বিকালে কারওয়ান বাজারে অবস্থিত র‍্যাবের মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনের থেকে জানানো হয়, ইয়োগেন সাথে সবিতা পরিচয় হয় ২০১৩ সালে ‘পিপল’স হেল্প ফাইনডেশনে’ ( পিপিএইচএফ)  কাজ করতে গিয়ে।

র‍্যাবের প্রথামিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে সবিতার সাথে ২০১৩ সালে অ্যাডভোকেট জাফরুল্লাহ রাসেল নামের এক ব্যক্তির পরিচয় হয় স্টামফোর্ডের একটি র‍্যাগ ডে অনুষ্ঠানে। কিছুদিন পর রাসেলের সাথে সবিতার সমস্যা সৃষ্টি হয়। এক পর্যায় ইয়োগেনকে সাক্ষী করে ২৯ আগস্ট ২০১৭ সালে সবিতা শাহবাগ থানায় মামলা করে। একই বছর আরো একটি পিটিশন মামলাও করে সবিতা। যা এখনো বিচারাধীন আছে। 

ইয়োগেনকে সাক্ষী করে মামলা করার পর থেকে সে নানাভাবে সবিতার থেকে অর্থ নেয়। যা সবিতা মেনে নিতে পারছিল না। আর এর জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটায় সে।

তিনি আরো জানায়,  হত্যার জন্য ব্যবহৃত জিনিসপত্র পুরানো ঢাকা এলাকা থেকে ৫ ফেব্রুয়ারি ক্রয় করে। হত্যার দিন নিজের পরিচয় গোপন করার জন্য সবিতা বোরকা পড়ে ভাড়া বাসায় আসে এবং ইয়োগেনকে খুন করে রাতে অন্য জামা পড়ে বাসা থেকে বেড়িয়ে যায়।

উল্লেখ্য হত্যার দিন মঙ্গলবার সকাল ৮টার দিকে কলেজে যাওয়ার উদ্দেশে ওই বাসা থেকে বের হয়েছিল ইয়োগান। আর সেদিন রাত সাড়ে ১২টার সবুজবাগের  ৭৭/এ, ৯ নং হিরাঝিল মসজিদ গলির বাসায় তার লাশ পাওয়া যায়।

তার সুরতহাল প্রতিবেদনে পুলিশ উল্লেখ করেছে, মরদেহের মাথা কালো ন্যাকড়া দিয়ে বাঁধা ছিল। বুকে কালো জখম, পেটে ৭টি ও পিঠে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

Bootstrap Image Preview