Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানি পণ্যে ২০০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করল ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫৯ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় গোষ্ঠী হামলার একদিন পর পাকিস্তানকে দেয়া 'সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের (এমএফএন)' তকমা প্রত্যাহার করে নিয়েছে ভারত। একই সঙ্গে পাকিস্তান থেকে আমদানি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে এক ধাক্কায় ২০০ শতাংশ করেছে নয়াদিল্লি।

শনিবার দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় জেটলি বলেন, পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের গাড়িবহরে হামলার ঘটনার পর পর পাকিস্তানকে দেয়া সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা প্রত্যাহার করেছে ভারত। পাকিস্তান থেকে ভারতের সমস্ত আমদানি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ২০০ শতাংশ করা হয়েছে।

এদিকে জম্মু-কাশ্মীরে সামরিক বহরে সিআরপিএফের বাসে আত্মঘাতী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত। এমন ভয়াবহ হামলার সমুচিত জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ভারত। ধারণা করা হচ্ছে পাকিস্তানে হামলার ঘটনা ঘটলে দেশটিও পাল্টা হামলা চালাতে দ্বিধা করবে না। কারণ ভারত-পাকিস্তান উভয় দেশের পারমাণবিক অস্ত্র রয়েছে। আর পাকিস্তান তো বারবারই সতর্কবার্তা দিয়ে রেখেছে যে, হামলা হলে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিতীয়বার ভাববে না।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় চালানো এই হামলায় দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনেরও বেশী। এ হামলার দায় ইতিমধ্যে পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়েশ-এ-মোহাম্মদ স্বীকার করেছে।

এরপর এক বিবৃতিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, জঙ্গি হামলার যোগ্য জবাব দেবে ভারত। এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে তিনি বলেন, যারা যারা জড়িত তাদের কাউকে ছাড় দেবে না ভারত।

তিনি আরো জানান, আমরা দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, নিশ্চিন্ত থাকুন হামলার যোগ্য জবাব দেওয়া হবে।

হামলার ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার ঘটনা নিন্দনীয়। আমি এই ধরণের কারপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করছি। আমাদের বীর নিরাপত্তাকর্মীদের বলিদান বিফলে যাবে না।বীর শহিদদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে গোটা দেশ।আহতরা দ্রুত আরোগ্যলাভ করুন।

Bootstrap Image Preview